চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পরিবেশের ক্ষতি: ৩ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২০ | ১০:১৮ অপরাহ্ণ

পাহাড়া কর্তন ও পরিবেশ দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় ৩ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন কর্তৃক পরিবেশগত ছাড়পত্র নবায়ন বিহীন, ছাড়পত্রের  শর্তভঙ্গ, পরিবেশ দূষণ ও পাহাড় কর্তন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলােকে এ ক্ষতিপূরণ আরােপ করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল: এফ এম সি ডকইয়ার্ড লি. বােয়ালখালী, চট্টগ্রাম ছাড়পত্র নবায়ন বিহীন থাকায়  এক লাখ টাকা,  এস এল শীপ ব্রেকিং (শীপ ইয়ার্ড) সীতাকুন্ড, চট্টগ্রাম শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা , মাে জাকারিয়া গং, পেকুয়া, কক্সবাজারকে পাহাড় কর্তনের দায়ে তিন লাখ টাকা, সােহেল গং, পেকুয়া, কক্সবাজারকে পাহাড় কর্তনের দায়ে সাত লাখ টাকা,  মেসার্স হােসাইন ডেইরী ফার্ম, সাতকানিয়া, চট্টগ্রামকে পরিবেশ দূষণের দায়ে দশ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ব্রিক্স ম্যানু. শাহরাস্তি, চাঁদপুর নবায়ন বিহীনের কারণে দুই লাখ টাকা, মেসার্স মমতাজ পােল্টি ফার্ম, সদর, কক্সবাজারকে ছাড়পত্র বিহীনের দায়ে বিশ হাজার টাকা , আব্দুল্লাহ আল তাহের গং, সদর, কক্সবাজার পাহাড় কর্তন পাঁচ হাজার টাকা, বিসমিল্লাহ এ্যালুমিনিয়াম ওয়ার্কস, চৌদ্দগ্রাম, কুমিল্লা শর্তভঙ্গ এর দায়ে  পাঁচ হাজার টাকা, বাবা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ লি: পুরানবাজার, চাঁদপুর  শর্তভঙ্গ দশ হাজার টাকা।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট