চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে ২ শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২০ | ৯:৫৬ অপরাহ্ণ

নগরীর বায়েজিদে ২ শতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ করেছে চসিক পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জাহানারা ফেরদৌস জানান, অভিযানে নগরীর বায়েজিদ থানাধীন তারা গেট থেকে আর্মডপুলিশ ব্যাটেলিয়ন রোড ও শেরশাহ আবাসিক রোডের দুই পার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক দোকান-পাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ৩০ আনসার ব্যাটেলিয়ান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিশন লি. পিডিবিসহ সংশ্লিষ্টরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট