চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এলএমএফ কোর্স করেই এমবিবিএস ডাক্তার!

এলএমএফ কোর্স করেই এমবিবিএস ডাক্তার!

হাটহাজারী সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২০ | ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দীর্ঘদিন ধরে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম নুর আলম। আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলার ফতেয়াবাদ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভুয়া ডাক্তার নুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শরীফ উল্যাহ বলেন, দণ্ডপ্রাপ্ত নুর আলম এলএমএফ কোর্স করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিতেন। শুধু তাই নয় তিনি প্যাড, সিল ও কার্ডে ডাক্তার পদবী ব্যবহার করেছেন যা আইন বহির্ভূত। এ কারণে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট