চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে দখলমুক্ত হল ৩০ লাখ টাকার সরকারি জায়গা

হাটহাজারীতে দখলমুক্ত হল ৩০ লাখ টাকার সরকারি জায়গা

হাটহাজারী সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে দখলে থাকা প্রায় আড়াই হাজার জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে ফরহাদাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবারের মালিকানাধীন প্রায় ২৫০০ বর্গফুট জায়গা অবৈধভাবে দখল করে সেখানে পাঁচটি পাকা দোকানঘর রয়েছে। এর মধ্যে দুটি বড় গোডাউন স্থাপন করে। এসব জায়গার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। দখলকারীদের বারবার জমিগুলো দখলমুক্ত করার জন্য জানানো হলেও তারা কর্ণপাত করেনি। উল্টো জায়গাগুলো তাদের বলে দাবি করে আসছিল। সম্প্রতি জায়গাগুলো পরিদর্শন করে দখলমুক্ত করার জন্য নোটিশ দেয়া হয়। সোমবার নির্ধারিত দিনেই হাটহাজারী পুলিশের সহযোগিতায় জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় অভিযানে পাকা স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আলমগীর, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলি আকবর, হাটহাজারী মডেল থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট