চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ

একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন চট্টগ্রামের দেওয়ানহাটে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ স্যানিটারি মিস্ত্রি শাহ আলম (৩৮)। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র। শাহ আলম ডবলমুরিং থানার চৌমুহনি বেলাল খান বাড়ির সুলতান কলোনির জনৈক আদম আলী আকম খানের ছেলে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ডবলমুরিং থানার দেওয়ানহাট মিয়া বাড়ির অদূরে আবাসিক ভবনে পানির ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিস্ফোরণে ভবন মালিক বাবুলসহ অন্তত চারজন আহত হন। মো. শাহ আলম ছাড়াও দগ্ধ অন্যরা হলেন, মো. বাবুল (৩৫), সবুজ মিয়া (১৭) এবং নজরুল আলম (৬০)। গুরুতর অবস্থায় রবিবার ভোরে মো. বাবুল, মো. শাহ আলম ও সবুজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের একদিন পর শাহ আলম রবিবার মৃত্যুবরণ করেন। দগ্ধ বাকি তিনজনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট