চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ

মানিকছড়িতে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কারিতাস ও কাবিদাং এর যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কারিতাস মনিটরিং ও রিপোর্টিং এবং গবেষণা জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. ফরহাদ আজিম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফরিদ, কাবিদাং মানিকছড়ি উপজেলা সাপোর্টিং স্টাফ রামপ্রু মারমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস মনিটরিং ও রিপোর্টিং এবং গবেষণা জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. ফরহাদ আজিম।

এ সময় বক্তারা বলেন, করোনা মহামারির চরম বিরূপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। তাছাড়া কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে পূর্বের তুলনায় অনেক বেশি খাদ্য উৎপাদন বেড়েছে। কৃষকরাও অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে।

পূর্বকোণ/ইসমাইল-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট