চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে জট নিরসনের দাবিতে স্মারকলিপি

চবি সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২০ | ১২:৩০ অপরাহ্ণ

দীর্ঘমেয়াদি জট নিরসন করতে তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইয়ার (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা এ স্মারকলিপিটি দেন।

তিন দফা দাবি হলো:

অনলাইনে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিয়ে কোর্স শেষ করা এবং করোনা চলে যাওয়ার পর ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার পর পরই যেন সেকেন্ড ইয়ার পরীক্ষা নেয়া, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা অথবা অনলাইন এক্সামের ব্যবস্থা করা এবং অটো প্রমোশনের ব্যবস্থা করা। এক্ষেত্রে সেকেন্ড, থার্ড ও ফোর্থ ইয়ারের রেজাল্টের ভিত্তিতে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেওয়া।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, দাবির বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। আশা করছি একটা সমাধান বেরিয়ে আসবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট