চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে বালু উত্তোলন: ফটিকছড়িতে ৪টি ড্রেজারসহ বালু জব্দ

অবৈধভাবে বালু উত্তোলন: ফটিকছড়িতে ৪টি ড্রেজারসহ বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২০ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৭ অক্টোবর) উপজেলার পূর্ব ধর্মপুরে ইউএনও সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি ড্রেজার মেশিন ও কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

উমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। শনিবার অভিযানের খবরে তারা ড্রেজার মেশিন এবং বালু ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, ইউএনও’র নির্দেশে চারটি বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/এএস-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট