চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শেখ কামালকে নিয়ে ফেসবুকে কটুক্তি: সাতকানিয়ায় যুবক আটক

সাতকানিয়া সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২০ | ১০:১৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় বঙ্গবন্ধু পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় মাঈন উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাঈনু উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাখীল চৌধুরী পাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিভিন্ন আন্দোলন নিয়ে সারা দেশে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। ছাত্রলীগের কর্মকান্ড ও শেখ কামালকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য দিয়ে ফেসবুকে কুৎসা রটনা করে আসছিল সে। এ ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক মো. সালাউদ্দিন গত বুধবার (১৪ অক্টোবর) বাদী হয়ে সাতকানিয়া থানায় মাঈনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালকে নিয়ে মিথ্যা ও মানহানিকর কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মাঈনুদ্দিন প্রকাশ বোমা মাঈনু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ / আরআর- সুকান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট