চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাউখালীতে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৪

কাউখালী সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২০ | ১২:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের কাউখালীর ঘাগড়ায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে।

নিহত সিএনজি অটোরিক্সা চালক মো. কালাম (৪৫) খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭ টার সময় এ ঘটনা ঘটে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭ টায় রাঙামাটি থেকে চট্টগ্রামগামী গ্যাস সিলিন্ডারের খালি বোতল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৩৩৭১) ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১১-৮৮৩৭) ঘাগড়া পুলিশ ক্যাম্পের কিছু দুরে মোড় ঘুরতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্য্রা চালক নিহত হয়। সিএনজিতে থাকা ৪ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের রাঙামাটি ও চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।  এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট