চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্যুপে আরশোলা: জুক রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২০ | ৮:০৫ অপরাহ্ণ

আরশোলাসহ স্যুপ সরবরাহ, একই  ফ্রিজে কাঁচা ও ম‌্যা‌রিনেট করা মাছ-মাংস একসা‌থে রাখায় নগরীর ওয়াসা মোড়ের জুক রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর পযর্ন্ত চলমান অভিযানে নগরীর বাক‌লিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় ৫ প্রতিষ্ঠানকে সাতান্ন হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ প‌রিচালক মোহাম্মদ ফয়েজ উল‌্যাহ্ ও জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এসময় কনজ‌্যুমারস এ‌সো‌সি‌য়েশ‌ন অব বাংলা‌দে‌শ (ক‌্যাব), চট্টগ্রামের সভাপ‌তি এস এম না‌জের হোসাইন  উপ‌স্থিত ছিলেন।

অভিযানে মধ‌্যম চাক্তাই বাবু এন্ড সন্স‌কে হালনাগাদ মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা , চান্দগাঁও থানার মোহরা বাজা‌রে মূল‌্য তালিকা প্রদর্শন না করায় বিস‌মিল্লাহ্ বা‌ণিজ‌্যালয়কে ৫ হাজার টাকা, নূ‌রে ম‌দিনা স্টোর‌কে ৫ হাজার, আল‌মের দোকান‌কে ২ হাজার টাকা জরিমানা ক‌রে সতর্ক করা হয়।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট