চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অনুমতি ছাড়াই ব্যবসা: দুই উৎপাদকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২০ | ৭:৩৮ অপরাহ্ণ

আবাসিক ভবনেই চলছে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ। প্রতিষ্ঠানের নামে নেই ট্রেড লাইন্সেস। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বাকলিয়ার কে.বি আমান আলী রোডের বড় কবরস্থান নামক এলাকার মেসার্স আল বারী ফুড প্রডাক্ট নামের প্রতিষ্ঠানটিতে বিএসটিআই ‍ও ক্যাবের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযানে এমন চিত্র দেখা যায়। এসময় মোড়কজাতকরণ সনদ ও ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চিফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে । অভিযানে একই এলাকার মেসার্স জামান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্সবিহীনভাবে মশার কয়েল উৎপাদন করায় পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।

অভিযানে বিএসটিআই চট্টগ্রাম  বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ,ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান, ও পরিদর্শক (মেট) মো. জিল্লুর রহমান  ও ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি মো. জানে আলম ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট