চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে আটকে থাকা পরীক্ষার দাবিতে মানববন্ধন

চবি সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২০ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে (চবি) আটকে থাকা পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনার কারণে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধু থেমে আছে শিক্ষা কার্যক্রম। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য তাদের সবকিছু আটকে আছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না। পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে তারা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছেন না, অন্যদিকে রয়েছে দীর্ঘ সেশনজট আর চাকরির বাজারে পিছিয়ে পড়ছি। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা’

এদিকে মানববন্ধন শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাসমূহ নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য,পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট