চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেতন-ভাতার দাবিতে প্রিমিয়ার সিমেন্ট ট্রাকচালকদের কর্মবিরতি-বিক্ষোভ

বেতন-ভাতার দাবিতে প্রিমিয়ার সিমেন্ট ট্রাকচালকদের কর্মবিরতি-বিক্ষোভ

কর্ণফুলী সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২০ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের কারখানার ট্রাকচালকেরা বিভিন্ন দাবি নিয়ে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি পালন করছে। এ সময় দিনভর তাঁরা কারখানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তারা ওইসময় কারখানার অভ্যন্তরে কোনো যানবাহন প্রবেশ করতে বা বের হতে দেননি। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেনে বিক্ষোভরত চালকরা।

কারখানা সূত্র জানায়, ন্যায্য খোরাকি ও বেতনসহ ১০ দফা দাবিতে বুধবার দিনভর কারখানার গেটে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের চালকরা। তাঁরা ওই সময় কারখানা অভ্যন্তরে কোন যানবাহন প্রবেশ করতে বা বের হতে দেননি।

এদিকে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানার হেড অব এডমিন শাহনুর আহমেদ ও পরিবহন কর্মকর্তা ইউনুস লোকমান চালকদের সাথে কথা বলেন। এ সময় তারা কিছু দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে ঘোষণা করেন, যাদের ইচ্ছে তারা যেন কাজে যোগ দেন অথবা চলে যান। এ সময় চালকেরা সমস্বরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

চালক আবদুর রহমান বলেন, গাড়ি বন্ধ থাকলে আমাদের খোরাকি দেয়া হয়। গাড়ি বন্ধ থাকলে কি আমাদের পেট বন্ধ থাকে? তাছাড়া হেল্পাদের খোরাকি দেয়া হয়না। এরকম বিভিন্ন ন্যায্য দাবিতে আমরা বিক্ষোভ করছি।

জানতে চাইলে কর্ণফুলী থানার এসআই শামীম রহমান বলেন, চালকদের বিক্ষোভের খবর পেয়ে বিকেল থেকে কারখানা ফটকে আছি। তবে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার প্ল্যান্ট ইনচার্জ সাজিদ কামাল পূর্বকোণকে বলেন, চালকরা লিখিত দাবি জানিয়েছে। আমরা চালকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছি। অন্যান্য দাবিগুলোও বিবেচনায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু এখন তারা বিক্ষিপ্তভাবে কিছু দাবি করছে যা অযৌক্তিক। তারা কেন এমন করছে বুঝা যাচ্ছে না।

 

 

 

 

পূর্বকোণ/নয়ন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট