চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিবেশের ক্ষতি: ১২ প্রতিষ্ঠানকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২০ | ৮:৫৩ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র ছাড়া ,পাহাড় কর্তন, ছাড়পত্রের শর্তভঙ্গ করায় ১২ প্রতিষ্ঠানকে ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায়  পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এই ক্ষতিপূরণ আরােপ করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হল: পরিবেশগত ছাড়পত্র নবায়ন বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে কুমিল্লা সদর দক্ষিণের ফাইভ স্টার ব্রিক্সকে ২ লাখ টাকা,  ছাড়পত্র না থাকায় চাঁদপুরের কচুয়ার লতিফা ব্রিক্স ম্যানুকে বিশ হাজার, ছাড়পত্রের শর্তভঙ্গ করায় চাঁদপুরের নিউ মেডিনােভা ডিজিটাল মেডিকেল সেন্টারকে পাঁচ হাজার টাকা, চট্টগ্রামের পটিয়ার  ইউনাইটেড ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে শর্তভঙ্গ করায় বিশ হাজার টাকা, মুক্তা মেডিকো প্যাথলজি, বান্দরবানকে  শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা, মজুমদার ডায়াগনস্টিক সেন্টার, দাউদকান্দি, কুমিল্লাকে শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা ,বাংলাদেশ আইস এন্ড ফিসিং কমপ্লেস, কর্ণফুলি, চট্টগ্রামকে শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টার, দাউদকান্দি,কুমিল্লা শর্তভঙ্গ করায় পাঁচ হাজার টাকা, গ্রীণ ডায়াগনস্টিক সেন্টার, লালমাই, কুমিল্লাকে পাহাড় কর্তন করায় পাঁচ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, লালমাই, কুমিল্লাকে পাঁচ হাজার টাকা, এ্যাপােলাে ডায়াগনস্টিক সেন্টার, ফটিকছড়ি, চট্টগ্রামকে পাঁচ হাজার টাকা, দি কনপেটি প্যাথলজি ল্যাব, মুক্তিযােদ্ধা সড়ক, চাঁদপুরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট