চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পুলিশ বক্সে হামলার ঘটনায় জেএমবির ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২০ | ৩:১৯ অপরাহ্ণ

নগরীর ষোলশহর ২ নাম্বার গেটের পুলিশ বক্সে হামলা ঘটনায় জড়িত সন্দেহে ৬ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন- লোহাগাড়া থানার নিজতালুক গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে মহিদুল আলম (২৩), পদুয়া ইউনিয়নের পূর্ব মির পাড়া গ্রামের ওসমান গণির ছেলে মো. জহির উদ্দীন (২৮), পদুয়া থানার উত্তর তেওয়ারী খিল গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে মো. মঈন উদ্দীন (২০), লোহাগাড়া গ্রামের মৌলভীপাড়া গ্রামের মো. আবু সাদেক (১৯), উত্তর আমিরাবাদ চট্টলপাড়ার সালেহ আহম্মদের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে আকিব (২৪) ও পদুয়ার আমজু মিয়ার বাড়ির নুরুল কবীরের ছেলে মো. আলাউদ্দীন (২৩) ।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর ষোলশহরের পুলিশ বক্সে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হন। যাদের মধ্যে ১০ বছরের এক শিশুও ছিল। পরে জঙ্গি সংগঠন আইএস এ ঘটনার দায় স্বীকার করে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট