চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেলে অবৈধ ক্যাটারিং বাণিজ্য বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২০ | ২:৩৬ অপরাহ্ণ

রেলে অবৈধ ক্যাটারিং বাণিজ্য বন্ধের আহবান জানিয়েছেন রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগ। একই সাথে নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাটারিং পরিচালনা করে বিভিন্ন স্টেশন থেকে নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে। রেলের যাত্রী সেবা নিশ্চিত করতে গতকাল সোমবার হালিশহরের নিজস্ব কার্যালয়ে পরিষদের সভায় এ আহবান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের সভাপতি হাবিবুল আলম বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ পন্থায় রেলওয়ের ক্যাটারিং বাণিজ্যের মাধ্যমে বিপুল টাকা লোপাট করেছেন স্বার্থান্বেষীরা। ক্যাটারিং পরিচালনা করে বিভিন্ন স্টেশন থেকে নিম্নমানের কলা, পাউরুটি, বিরিয়ানি চিকেন ফ্রাই বিক্রি করে রেলওয়ের সুনাম নষ্ট করে সংশ্লিষ্টরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে। বক্তারা এসব অনিয়ম তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান। বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক নুর হোসেন জগলু, সাংগঠনিক সম্পাদক এনায়েতুর করিম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক আরিফ ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলী ইমাম,যুগ্ম সম্পাদক নুর হোসেন জগলু, সাংগঠনিক সম্পাদক এনায়েতুর করিম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক আরিফ ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট