চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ক্ষেতে বিষপ্রয়োগ করতে গিয়ে চাষীর মৃত্যু

কাপ্তাই সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আদা ক্ষেতে বিষপ্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধের নাম হ্লাপ্রুচাই মারমা (৬০)। আজ সোমবার (১২ই অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার উজানছড়ি পাড়া এলাকায় হ্লাপ্রুচাই মারমা আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে যান। পরে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা বিকেলে ক্ষেতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে বাড়িতে অতঃপর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে আনা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ক্ষেতে বিষ প্রয়োগ করার সময় নাকে-মুখে মাস্ক পরিধান না করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন।

 

 

 

 

পূর্বকোণ/মামুন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট