চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাতকানিয়ায় ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

সাতকানিয়া সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২০ | ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটর সাইকেলযোগে কেরানীহাট যাওয়ার পথে মহাসড়কে এক স্যানিটারী ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তার পকেটে থাকা ১৫-১৬ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে। ভুক্তভোগীর নাম মো. হেলাল (৩২)। আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আধার মানিক দরগাহর অদূরে রেল লাইন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. হেলাল বলেন, রবিবার সন্ধ্যার দিকে দোকান থেকে মোটর সাইকেলের ব্রেক শো কেনার জন্য মোটর সাইকেলযোগে কেরানীহাট যাচ্ছিলাম। মহাসড়কের আধার মানিক দরগাহর সামনে রেলসড়কের সামনে পৌঁছালে আমার নাম ধরে পিছন থেকে ডাক দিলে আমি মোটর সাইকেল থামালে পিছনে ফিরে দেখি একটি মোটর সাইকেলে ৩ যুবক। পরে মোটর সাইকেল থেকে নেমে তারা আমার কোমরে হাত দিয়ে বলে, তোর কাছে ইয়াবা আছে। কিন্তু সেগুলো ছিল দেড় লাখ টাকা। পরে তারা আমাকে ব্যাপক মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিতে চাইলেও সফল হয়নি। তবে আমার পকেটে থাকা ১৫-১৬ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে তাদের কবল থেকে আমি পালিয়ে কেরানীহাট পুলিশ বক্সে চলে যায়। সেখানে সাতকানিয়া থানার এএসআই মোবারক সাহেবকে ঘটনাটি খুলে বললে তিনি ঘটনাস্থলে আমাকে নিয়ে যান। বিষয়টি আমি পরে থানায় গিয়ে ওসিকে জানাই।

এ ব্যাপারে এএসআই মোবারক হোসেন বলেন, ছিনতাইয়ের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের কাউকে পাওয়া যায়নি।

 

 

 

 

 

পূর্বকোণ/সুকান্ত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট