চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ঢাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কক্সবাজারে ঢাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কক্সবাজার সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২০ | ৮:৪৭ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই শিক্ষার্থীর নাম রাসেল রহমান (২১)।

আজ রবিবার (১১ অক্টোবর) বিকালের দিকে ঝিলংজার ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। রাসেল ঢাবি’র জাপানিজ স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র।

আহত শিক্ষার্থীর মা জাহানারা বেগম জানান, তাদের বাড়ির পার্শ্ববর্তী মরহুম মকবুল মিস্ত্রির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসত-ভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার বিকালে বাড়ির উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হলে পূর্ব শত্রুতার জেরে মকবুলের ছেলে মো. ইউনুস, মো. কবির ও মো. শফি নামে তিন সহোদরসহ একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তাদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে রাসেলকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার কর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক ।

এদিকে এলাকাবাসী জানান, স্থানীয় মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যচার চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আহত ওই শিক্ষার্থী অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছেলে। প্রতিবন্ধী বাবার ছেলেটি গ্রামবাসীর দেয়া চাঁদার টাকায় ছেলেটি পড়ালেখা করে। তার উপর হামলা ও পরিবারটির সাথে এমন নিষ্ঠুর ঘটনাটি মেনে নেয়া যায় না। প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট