চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নানিয়ারচরে মেয়াদোর্ত্তীণ-মেয়াদবিহীন খাদ্যসামগ্রী বিক্রি, আটক ২

নানিয়ারচরে মেয়াদোর্ত্তীণ-মেয়াদবিহীন খাদ্যসামগ্রী বিক্রি, আটক ২

কাপ্তাই সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম মোহাম্মদ নিরব (২৪) ও বদিউল আলম (৩৫)। আজ রবিবার (১১ই অক্টোবর) বিকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির হোসেন জানান, রানিরহাট থেকে এসে নিউ আর রহমান বেকারির বিক্রয়কর্মী আল আমিন নানিয়ারচরে ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর ও নানিয়ারচর বাজারে বেকারি পণ্য বিক্রি করেন। রবিবার আল আমিন অসুস্থ থাকায় মো. নিরব তা বিক্রি করতে আসেন। ইসলামপুর এলাকায় বিক্রির সময়ে সেলস মেমো না দেয়া ও মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদবিহীন পণ্য দেখে স্থানীয় ব্যবসায়ীরা তাকে বাধা দেয়। পরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পণ্য পরিবহণকারী সিএনজিসহ তাদের আটক করে পুলিশ। পরে বিক্রেতা এলাকা ছেড়ে না গিয়ে ডাকবাংলা এলাকা এবং নানিয়ারচর সদর এলাকায় বিক্রয় করতে থাকে।

তিনি আরও জানান, সিএনজিটি ভাড়ায় চালিত হওয়ায় আটককৃত দু’জনকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন পণ্য বিক্রি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

 

পূর্বকোণ/মামুন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট