চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হুমায়ুন আজাদ ছিলেন সময়ের সবচেয়ে নির্ভিক কণ্ঠস্বর

২৮ এপ্রিল, ২০১৯ | ২:২১ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জ কথামালা, আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে স্মরণ করেছে প্রথা বিরোধী কথাসাহিত্যিক ও কবি হুমায়ুন আজাদকে। শুক্রবার সন্ধ্যায় নগরীর এম এম আলী রোডে উচ্চারকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সন্ধ্যায় বক্তারা বলেছেন, কবি ও লেখক হুমায়ুন আজাদ ছিলেন সময়ের সবচেয়ে সাহসী ও নির্ভিক কণ্ঠস্বর। তার লেখার ভাষা যেমন ছিল তীক্ষè, সুনির্দিষ্ট এবং সুস্পস্ট, তেমনি তার আলাপচারিতার ভাষা ও ব্যক্তিত্বও ছিল স্বচ্ছ। তিনি অকপটে কালোকে কালো এবং সাদাকে সাদাই বলতেন। বুদ্ধিভিত্তিক চর্চা ও সৃষ্টিশীল জীবন ও কর্মে মুখর হুমায়ুন আজাদ কখনো নিজেকে তথাকথিত বুদ্ধিজীবীদের কাতারে নিয়ে যাননি। উচ্চারকের নিয়মিত মাসভিত্তিক আয়োজন ‘তরুণালোয় অরুণোদয়ের স্বর’ শীর্ষক অনুষ্ঠানের ২৩তম পর্বের এই আয়োজনে উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম, আবৃত্তিশিল্পী এ এস এম এরফান, আবৃত্তিশিল্পী শামীমা ইয়াছমিন, এনি চৌধুরী, মন্দিরা বিশ্বাস, সুরঞ্জনা বড়–য়া, শাহীন আকতার, মো. নুরনবী প্রমুখ।
হুমায়ুন আজাদের কবিতা আবৃত্তি করেন রাকিব রায়হান রাজু, পুনম দত্ত, শামসুল আরেফিন, সাইদ হাসান রুম্পা, রোকসানা আক্তার সিলভিয়া। হুমায়ুন আজাদের প্রবন্ধ থেকে পাঠ করেন নাজিফা তাজনুর।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট