চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধ গ্যাস-বকেয়া বিল: চার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করল কেজিসিডিএল

অবৈধ গ্যাস-বকেয়া বিল: চার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করল কেজিসিডিএল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় গুলশান মেহরীন রেস্টুরেন্টসহ চারটি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তপক্ষ (কেজিসিডিএল)। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পৌর সদরের পোস্ট অফিস এলাকায় কেজিসিডিএল’র সহকারী কর্মকর্তা আবুল হাছানের নেতৃত্বে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানে কেজিসিডিএল’র সহকারী ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন, সার্ভেয়ার জাকিয়ার হোসেন, টেকনিশিয়ান আবু তাহের উপস্থিত ছিলেন।

কেজিসিডিএল’র সহকারী কর্মকর্তা আবুল হাছান জানান, গুলশান মেহরীন ছাড়াও পটিয়া পৌর সদরের বৈলতলী রোড়ের নুরুল আলমের ৩১ মাসের বিল বকেয়া, শহীদুল ইসলামের বকেয়া ও অবৈধ, শহীদ ছবুর রোড়ের বিভু ভূষণ ধরের দুই বছরের বকেয়া ও ঝুঁকিপূর্ণ সংযোগ স্থাপনের কারণে মোট চার প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রথমে অবৈধ সংযোগ শনাক্ত করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গুলশান মেহরীন রেস্টুরেন্টটি পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীর মালিকানাধীন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট