চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন

আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন

আনোয়ারা সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২০ | ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় দেশে প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন হয়েছে। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আজ রবিবার (১১ অক্টোবর) সাড়ে ১২টায় ড্যামটি ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে ড্যাম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক ও ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী ও বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আরিফ স্বাগত বক্তব্য রাখেন।

৩৮ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার উচ্চতার ড্যামটি নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। ড্যামটিতে পাঁচটি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত-প্যানেল রয়েছে। ড্যামটির নির্মাণের ফলে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় তিন হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ হয়ে্ছে।

 

 

 

 

পূর্বকোণ/আনোয়ার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট