চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রাম আদালতে রিজেন্টের সাহেদ

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২০ | ২:১৩ অপরাহ্ণ

প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের মামলায় আটক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে চট্টগ্রাম আদালতে আনা হয়েছে। সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে হাজির করা হয়েছে।

চট্টগ্রামের মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় রবিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই নগরের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছিলেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ রয়েছে। এভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সাহেদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট