চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও মুন্না গ্রুপের মধ্যে প্রতিনিয়ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরসা গ্রুপের চরম নির্যাতনের শিকার হয়ে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নম্বর শেডের আশ্রিত রোহিঙ্গা আরিফুল্লার ছেলে জিয়াবুল হক (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) ভোর রাতে মৃত্যু হয়েছে। কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান রোহিঙ্গা কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ জানান, উক্ত রোহিঙ্গা কিশোরকে ৬ অক্টোবর আরসা গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে চরম নির্যাতন চালায়। ৮ অক্টোবর কুতুপালং ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট