চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আউটার রিং রোড প্রকল্পে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২০ | ২:৫৫ অপরাহ্ণ

নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সিটি আউটার রিং রোড প্রকল্পের জন্য দুই বছর আগে জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। জমি ও স্থাপনা বাবদ পাওনা পরিশোধের জন্য দুই বছর আগে সিডিএ চেয়ারম্যান আশ্বাস দিলেও চলতি বছরের অক্টোবরে এসেও ৫ শতাধিক পরিবার ক্ষতিপূরণের অর্থ পায়নি। অপরদিকে, মাত্র ১৬টি পরিবারকে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হলেও বাকিদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটাস্থ নির্মানাধীন রিং রোডে এক মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন করেন স্থানীয় যুবলীগ নেতা মুহাম্মদ শহীদুল্লাহ কাইসার, মুহাম্মদ সরওয়ার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ মনির প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রকল্পটির শুরু থেকেই রয়েছিল ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নানা জটিলতা, যা এখনও সমাধান হয়নি।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট