চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশের ক্ষতি ৯ ব্যক্তি- প্রতিষ্ঠানকে ১২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২০ | ৮:১৪ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র ছাড়া, পাহাড় কর্তন ও ছাড়পত্রের শর্তভঙ্গ করায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় শর্তভঙ্গের দায়ে খাজা শীপ ব্রেকিং লিমিটেডকে এক লক্ষ টাকা, পটিয়া উপজেলার ছাড়পত্র না থাকায় একুশে ল্যাবকে দশ হাজার টাকা, সীতাকুণ্ড উপজেলার জননী ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র না থাকায় পনের হাজার টাকা,পটিয়া উপজেলার ছাড়পত্র না থাকায় মা-মনি ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা, মীরশ্বরাই উপজেলার রজনীগন্ধা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র নবায়ন না থাকায় পাঁচ হাজার টাকা, একই উপজেলার পপুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র নবায়ন না থাকায় পাঁচ হাজার টাকা, চন্দনাইশের পপুলার মেডিকেল সাভিসেসছাড়পত্র নবায়ন না থাকায় দশ হাজার টাকা, নোয়াখালীর সোনাপুর এলাকার প্রিমিয়ার ফার্মাসিউটিকাল লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা ও কক্সবাজারের সদর কালাম চেয়ারম্যান গংদের দশ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট