চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রথম লক্ষ্য বিরোধপূর্ণ জেলা

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২০ | ১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের জেলা কমিটিসমূহের ত্রুটি-বিচ্যুতি সারার কাজ করতে যাচ্ছে বিভাগীয় সাংগঠনিক টিম। মূলত বিরোধপূর্ণ জেলাসমূহে বিরোধ নিরসন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনে তারা ভূমিকা রাখবেন। টিমের একাধিক নেতার সাথে আলাপকালে তারা জানান, ছোটখাটো কাজগুলো ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। টিমের বৈঠকের পর জেলা পর্যায়ের কাজগুলো শুরু হবে। ইতোমধ্যে কোনো কোনো জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে ঢাকায় ডেকেছেন টিমের সমন্বয়ক। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন পূর্বকোণকে জানান, সাংগঠনিক টিমের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বসে নেই। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দেখতে হচ্ছে। তাছাড়া যেসব জেলায় সম্মেলন সম্পন্ন হয়েছে তা যথাযথভাবে হয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর নেত্রীর কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আর যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি সেখানে সম্মেলনের প্রক্রিয়া শুরু করা হবে। সবচেয়ে বড় কাজ হল তৃণমূলকে সংগঠিত করে জনগণকে দলের সাথে সম্পৃক্ত করা। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি পূর্বকোণকে বলেন, সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগীয় টিম সমস্যাসমূহ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে স্বচ্ছভাবে সমাধান করবে। যাতে করোনাকালীন জনসেবায় নিবেদিতপ্রাণ দলীয় নেতাকর্মীবৃন্দ তৃণমূলসহ সকল সাংগঠনিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধিতে উৎসাহিত হন। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো পরিস্থিতি সর্বোত্তম সাংগঠনিক শক্তি নিয়ে মোকাবেলায় সক্ষম। এই সক্ষমতা উত্তরোত্তর বেগবান করার লক্ষ্য নিয়েই নেতৃবৃন্দসহ আমাদের সাংগঠনিক টিম কাজ করবে আশা করি।
বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম পূর্বকোণকে বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দিয়েই সাংগঠনিক টিম কাজ শুরু করবে। তবে এখনো টিমের কোনো বৈঠক হয়নি। টিমে অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। সবাই বসে সিদ্ধান্ত দেবেন। তবে টিমের প্রাথমিক কাজ হল যেসব জেলায় ত্রুটি আছে তা চিহ্নিত করে সমাধান করা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট