চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২০ | ১২:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউপির চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা ২১ মিনিটে হ্নীলা ইউপির টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হ্নীলা ইউপির চৌধুরী পাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশে মাদক বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে। এরপর ওই জায়গায় অভিযান যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই থেকে তিনজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি সিএনজি (কক্সবাজার থ-১১-৫৫৪১) জব্দ করা হয়। সিএনজির ভিতর তল্লাশি করে  কাপড়ের তৈরি স্টুডেন্ট ব্যাগ থেকে পলিথিন দিয়ে মোড়ানো ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

এ ঘটনায় ইয়াবাসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট