চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য বলে জানা গেছে।

রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজি, অপহরণ নিয়ে রোহিঙ্গা উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘন্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়। ভারি অস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিন অধিনায়ক আতিকুর রহমান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট