চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে প্রতিবন্ধী নারী ‘ধর্ষককে’ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বান্দরবান প্রতিনিধি

৬ অক্টোবর, ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ

বান্দরবানে এক মানসিক প্রতিবন্ধী (পাগল) নারীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে শহরের বাজার মসজিদ এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে। পরে তাকে সেখানে গণপিটুনি দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

আটককৃত জামাল হোসেনের বাড়ি পটুয়াখালীর দশমিনায়। সে শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় থাকে। গত ২৭ সেপ্টেম্বর রাতে জামাল হোসেন শহরের নির্জন জায়গায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। পরে ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পরে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। জামাল হোসেনের বিরুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এলাকার স্বেচ্ছাসেবক রাজেশ দাস জানিয়েছেন, ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারী গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে এই ঘটনাটি জানাজানি হলে শহরের চাঞ্চল্য সৃষ্টি হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট