চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানসহ ১০ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

পরিবেশের ক্ষতিসাধন করে প্রতিষ্ঠান পরিচালনা ও পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের দায়ে চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানসহ ১০ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার
চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার ইউনিক ডায়াগনস্টিক ছাড়পত্র না থাকায় দশ হাজার টাকা জরিমানা, একই উপজেলার গুনাগরী এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ছাড়পত্র না থাকায় পাঁচ হাজার টাকা, সীতাকুণ্ড উপজেলার কে ওয়াই সি আর কয়েল ইন্ডাস্ট্রিকে ছাড়পত্রের শর্তভঙ্গ করায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার সদর দক্ষিণের শর্তভঙ্গের ফরিদ নেটস লিমিটেডকে পাঁচ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কর্তনের দায়ে মিসেস শিমুল বেগমকে পঞ্চাশ হাজার টাকা, চাঁদপুর মতলব এলাকার ছেংগারচর ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিককে শর্তভঙ্গের দায়ে পাঁচ হাজার টাকা, নোয়াখালীর বেগমগঞ্জে শর্তভঙ্গ করায় দিগন্ত ব্রিকস ম্যানুঃ কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, নোয়াখালীর কোম্পানিগঞ্জের একে অটো রাইস মিলকে শর্তভঙ্গ করায় পাঁচ হাজার টাকা, নোয়াখালীর সুবর্ণচর এলাকার শর্তভঙ্গের দায়ে জিসাদ ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা, কুমিল্লা সদরের এন এস ব্রিকস কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করেন পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট