চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ পাইপ ধ্বংস

হাটহাজারীতে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ পাইপ ধ্বংস

হাটহাজারী সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২০ | ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি বড় ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুর্গম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেজার শ্যালো ইঞ্জিনচালিত মেশিন ও পাইপ গুলো ধ্বংস করে দেয়া হয়।

রুহুল আমিন উপজেলার ছোট কাঞ্চনপুর থেকে পায়ে হেঁটে ৪০ মিনিট যাওয়ার পর পাশের মির্জাপুর ইউনিয়নের দুর্গম এলাকায় বিশাল বালির স্তুপ দেখতে পাওয়া যায়। প্রায় দুর্গম বনের ভিতর বয়ে যাওয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে দেখা যায় একটি চক্র কয়েক একর খাস টিলা জায়গা কেটে প্রায় পুকুর বানিয়ে ফেলেছে। গাছ-পাহাড় মাটি বালু সবই প্রায় উজার করে ফেলেছে।

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে থাকা বালু উত্তোনেকারীরা পালিয়ে যায়। ভারী মেশিন হওয়ার কারণে আশেপাশের জঙ্গলে মেশিন পাইপ সব পাওয়া পড়ে থাকতে দেখা যায়। পরে আগুন জ্বালিয়ে একটি ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস করা হয়।

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট