চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বাঁশখালীর ৩ জনের মৃত্যুর গুজব

বাঁশখালী সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মাছ ধরার ট্রলারটিতে ৩৫ জন মাঝিমাল্লা ছিল। আজ রবিবার (৪ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাম্বল বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে জাহাজখাড়ি এলাকায় মাছ ধরতে যান তারা। 

ট্রলারডুবির এই ঘটনায় ২২ জেলে নিখোঁজ ও ৩ জনের মৃত্যুর খবরের গুজব রটেছে পুরো মাছ বাজার ঘাটজুুড়ে। মাছ ধরতে যাওয়ার ওই স্থানে বোট মালিক সমিতির চারটি মাছ ধরার বোট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিকে, ৪ জেলেকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় দেখেছে বলে জেলেরা জানালেও এর সত্যতা পাওয়া যায়নি।

মাছ ধরার বোট মালিক সমিতি বলছে, মাছ ধরার বোট উদ্ধার ও মাঝিমাল্লারা কূলে ফিরে না আসা পর্যন্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না।

চাম্বল বাংলাবাজার ঘাটের বোট মালিক সমিতির সভাপতি হেফাজুল ইসলাম বলেন, শনিবার মাঝি-মাল্লা নিয়ে মো. ছগিরের মালিকানাধীন নতুন মাছ ধরার বোটটি সাগরে মাছ ধরতে যায়। সাগরে মাছ ধরতে যাওয়া অপর একটি বোটে শ্রমিকদের সাথে জাল বসানো নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অপর বোটটি ধাক্কা দিলে চাম্বল বাংলাবাজারের মো. ছগিরের মালিকানাধীন মাছ ধরার নতুন নির্মিত বোটটিতে থাকা বোটের মালিক ও জেলেসহ ডুবে যায়। ডুবে যাওয়া জেলেদের অন্যান্য বোটের মাঝি-মাল্লারা তুলে নিয়েছে জানতে পেরেছি। তবে মৃত্যুর খবর আমরা জানি না।

চাম্বল বাংলাবাজার এলাকার ইউপি সদস্য মো. শহিদুল্লাহ জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বোট ডুবির ঘটনা ঘটেছে। জলদী, সরল, চাম্বল, শেখেরখীলের জেলে রয়েছে। সাগরে মানুষ ভাসতে দেখেছে বলে এলাকার মানুষের মুখে মুখে হয়েছে। তবে সত্যতা পাওয়া যায় নি। তবে ঘাট থেকে সাগরে উদ্ধার তৎপরতায় যাওয়া জেলেরা ফিরে আসলেই সঠিক তথ্য পাওয়া যাবে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মাছ ধরার ইঞ্জিনচালিত বোট দুর্ঘটনার বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/অনুপম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট