চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ওজনে কারচুপি: বাকলিয়ায় ৩ কারখানাকে জরিমানা

ওজনে কারচুপি: বাকলিয়ায় ৩ কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর, ২০২০ | ৭:০৩ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ার তিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৭, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে আজ রবিবার (৪ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত ওই তিন প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, বাকলিয়া নয়া মসজিদ এলাকার রুসা ড্রিংকিং ওয়াটারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এক লাখ ও নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা, হোসেন ফুড এন্ড কোম্পানিকে বিএসটিআই আইনে এক লাখ, ওজন ও পরিমাপ আইনে এক লাখ ৫০ হাজার টাকা, ভোক্তা আইনে ৫০ হাজার ও নিরাপদ খাদ্য আইনে ১২ লাখ টাকা এবং আওসাফ অয়েল মিলসকে ওজন ও পরিমাপ আইনে দেড় লাখ টাকা ও নিরাপদ খাদ্য আইনে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট