চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

উখিয়া সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২০ | ১২:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা ও মুন্না গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ও রবিবার ভোর ৪টা এবং সকালে অগ্নিকান্ড ও কুতুপালং ক্যাম্পে পৃথক সংঘর্ষ ও গুলাগুলির ঘটনায় হতাহত হয়।

নিহতরা হলেন- ক্যাম্প- ২ ডব্লিউ ডি -৩ ব্লকের ছৈয়দ আলমের ছেলে  ইমাম শরীফ (৩২) ও একই ক্যাম্পের মোঃ ইউনুছের ছেলে শামসুল আলম (৪৩)।

এ ঘটনায় আহতদের মধ্যে ছৈয়দ আলম,আনোয়ারা বেগম,ইমাম হোসন,মোঃ রাসেলকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন এনজিওর হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেজিস্ট্রাড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানিয়েছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার বেলা ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।

উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পেরণ করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট