চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় সোয়া পাঁচ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

উখিয়ায় সোয়া পাঁচ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

১ অক্টোবর, ২০২০ | ১১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- মনির আলম (৩৮), নুর মোহাম্মদ (৩৬) ও মামুনুর রশিদ (১৮)। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আলী হায়দার আরও বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/কাশেম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট