চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিঃসন্তান বোনকে নিজের সন্তান দান করে অপহরণ নাটক: দু’বোন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

বড় বোন সালমা (ছদ্মনাম) নিঃসন্তান। বিয়ের পর  থেকে এটা নিয়ে বোন-দুলাভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই আছে। তাই নিজের দুটি সন্তান থাকায় একজনকে স্বামীকে না জানিয়ে ফেনীর ছাগলনাইয়া বড় বোনের কাছে দিয়ে দেয় আয়েশা ( ছদ্মনাম) । তারপর গত ২৪ সেপ্টেম্বর আকবর শাহ থানার বিশ্বকলোনী বি-ব্লকের বাসিন্দা আয়েশা ও তার স্বামী অভিযোগ করেন যে তাদের দেড় বছর বয়েসী শিশু সন্তান বাসা থেকে চুরি হয়ে গেছে। পুলিশ এ বিষয়ে তাদের লিখিত অভিযোগ দিতে বললে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। পরে গত ২৭ সেপ্টেম্বর শিশুটির বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। আজ বুধবার ভোরে ফেনীর ছাগলনাইয়া থেকে দেড় বছর বয়েসী শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায়  শিশুটির মা ও খালাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আকবরশাহ থানার ওসি জহির হোসেন।

ওসি জহির হোসেন বলেন, চট্টগ্রামে বসবাসকারী তার মা শিশুটিকে খালার কাছে দিয়ে ‘অপহরণের নাটক’ সাজিয়েছিলেন।  শিশু সন্তান বাসা থেকে চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে থানায় অভিযোগ করেন। এদিকে পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজে এক নারী এক শিশুকে কোলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে ওই নারী শিশুটিকে তার সন্তান বলে দাবি করেছিলেন। সিসি টিভি ক্যামেরা ফুটেজে ওই নারীকে আবার শিশুটিকে নিয়ে ফেরার দৃশ্যও দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজের সন্তানকে স্বামীকে না জানিয়ে তার বড় বোনকে দিয়ে দিয়েছে বলে জানায়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট