চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সভায় বক্তারা

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি

২৮ এপ্রিল, ২০১৯ | ২:২৩ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের দাবিতে বাংলাদেশ ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক সভা গতকাল শনিবার সকালে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এন.মোহাম্মদ পুতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিকী, এস.এম. শাহ আলম, মুক্তিযোদ্ধা শাহ্ নুরুল আলম, মো. ছাইদুল হক মাষ্টার, সাংবাদিক এস.এম জামাল উদ্দিন, মো. জালাল উদ্দিন, আবদুল নুর চৌধুরী, এম.আমিন উল্লাহ মেজু, আবদুল আজিজ, কম্পিউটার ইঞ্জিনিয়ার ধনঞ্জয় শর্মা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে এন.মোহাম্মদ পুতু বলেন, রমজানকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু মুনাফালোভী ব্যবসায়ী কারসাজির মাধ্যমে রমজানে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়, এতে রোজাদারদের নাভিশ্বাস উঠে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরও কার্যত কোন কিছুই নিয়ন্ত্রণে থাকে না। তিনি নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, যারা পবিত্র রমজানকে পুঁজি করে অতি মুনাফার জন্য নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি পবিত্র রমজানে বিদ্যুৎ, গ্যাস এবং পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট