চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

হাটহাজারী সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত চারটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নৌকা মালিককে আটক করা যায়নি।

রুহুল আমিন বলেন, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধে ও নিরাপদ বিচরণের জন্য মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়। পরে নৌকাগুলো ধ্বংস করে দেয়া হয়।

তিনি আরও বলেন, হালদার জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট