চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এবার মহেশখালীর তারেক চেয়ারম্যানের সাড়ে ৬ লাখ টাকা জব্দ

এবার মহেশখালীর তারেক চেয়ারম্যানের সাড়ে ৬ লাখ টাকা জব্দ

কক্সবাজার সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের ব্যাংক হিসাব থেকে ৬ লাখ ৫৫ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি কমিশন (দুদক)।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম ডাচ্ বাংলা ব্যাংক কক্সবাজার শাখা থেকে টাকাগুলো জব্দ করে। এর আগে তারেক চেয়ারম্যানের ভাই এডভোকেট নোমান শরীফের একটি ব্যাংক একাউন্টও জব্দ করা হয়েছিল।

প্রসঙ্গত, কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দুদক বেশ কিছু চক্রের খোঁজ পেয়েছে। এসব চক্রের অন্তত ৬০ জন সদস্য কক্সবাজারে চলমান ৭০টিরও বেশি প্রকল্পে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নকাজ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভূমি অধিগ্রহণ শাখার দালালের তালিকায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম রয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট