চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পরিবেশের ক্ষতি: চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানসহ ১৫ প্রতিষ্ঠানকে ১১ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র না থাকা, ছাড়পত্র নবায়ন না করা ও শর্তভঙ্গের দায়ে ১৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ  অধিদপ্তর।  আজ সোমবার চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলােকে এসব প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ আরােপ করেন বলে জানান।

প্রতিষ্ঠানগুলো হলো:  মেসাস বাগদাদ ব্রিকস, রামু, কক্সবাজারকে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, খাজা বাবা অটো মেটিক ফ্লাওয়ার মিল, চাঁদপুরকে পরিবেশের শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা, মেসার্স শাপলা ব্রিক ফিল্ড, সদর, ফেনীকে শর্তভঙ্গ করায় এক লক্ষ টাকা, কনসার্স প্যাথলজি, রাঙ্গুনিয়া, চট্টগ্রামকে শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা, মিরশ্বরাই পোল্টি ফার্ম লি. মিরসরাইকে শর্তভঙ্গ করায় বিশ হাজার টাকা, আলতাজ, সিরাজুল ইসলাম গং, লামা, বান্দারবানকে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ ষোল হাজার টাকা, কে আর অক্সিজেন লি. সীতাকুন্ড, চট্টগ্রামকে শর্তভঙ্গ করায় পাঁচ হাজার টাকা, জেনারেল হাইটেক ইন্ডা., বুড়িচং, কুমিল্লাকে ছাড়পত্র বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পঞ্চাশ হাজার টাকা, এ এস এস ব্রিকস, শাহরাস্তি, চাঁদপুরকে ছাড়পত্র নবায়ন না করায় এক লক্ষ টাকা, মাহেলা ব্রিকস, শাহরাস্তি, চাঁদপুরকে ছাড়পত্র নবায়ন না করায় এক লক্ষ টাকা, গাউছুল আজম ব্রিক ফিল্ড, কচুয়া, চাঁদপুরকে ছাড়পত্র নবায়ন না করায় তিন লক্ষ টাকা, এস রহমান ব্রিকস, শাহরাস্তি, চাঁদপুরকে ছাড়পত্র নবায়ন না করায় এক লক্ষ টাকা, জননী ব্রিকস, সদর, লক্ষীপুরকে ছাড়পত্র নবায়ন না করায় এক লক্ষ টাকা, জায়ান্ট বিডি কোং লিঃ, সদর, কুমিল্লাকে শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা, আল আমিন ক্যাটল এন্ড ফিস ফিড, লাকসাম, কুমিল্লাকে শর্তভঙ্গ করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট