চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চুক্তির শর্ত লঙ্ঘন: বিপ্লব উদ্যানের বসার আসন অপসারণ

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৩৩ অপরাহ্ণ

বিপ্লব উদ্যানে চুক্তির শর্ত বর্হিভুতভাবে নির্মিত অতিরিক্ত বসার আসন অপসারণ করলো চসিকের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর ষোলশহর ২ নম্বর  গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে বসার আসন গুলি অপসারণ করা হয়। একই অভিযানে এম এম আলী রোড ও মেহেদীবাগ রোডে রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত অবৈধভাবে দখল করে বসা প্রায় ২০টি দোকানের মালামাল অপসারন ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের পন্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি অপরাধে ৮ ব্যক্তিও  প্রতিষ্ঠানকে আট হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব  কর্মকর্তা মুফিদুল আলম উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট