চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে কমান্ডারকে হত্যা মামলায় আনসার সদস্যের মৃত্যুদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৯:১১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে এক আনসার সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দীঘিনালা উপজেলার আনসার ভিডিপি‘র পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যার ঘটনায় এ আদেশ দেয়া হয়। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হাসানের আদালত আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর এখনো পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ প্রমাণ হয়েছে। তাই আদালত আসামি রফিকুল ইসলামকে দণ্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাকবিতণ্ডার একপর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম তার কাছে থাকা অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত আমির হোসেনের ছেলে বাদি হয়ে মামলা করেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

 

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট