চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘তৈরি পোশাক দেশের অর্থনীতি- জিডিপি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে’

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ

বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি ও জিডিপি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে পোশাক শিল্প সংশ্লিষ্ট Mid-Level কর্মকর্তাগণ সহ শ্রমিকদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষিত জনশক্তিই দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে । আজ বৃহস্পতিবার বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী হলে BGMEA-SEIPপ্রকল্পের আওতায় চট্টগ্রামের ৫৫টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত Mid-Level কর্মকর্তাদেরকে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক মো. আল আমীন এসব কথা বলেন ।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র পরিচালক ও NGO’s & SEIP Affairs বিষয়ক স্থায়ী কমিটি পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও মিরাজ-ই-মোস্তফা কায়ছার, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী এবং প্রাক্তন পরিচালক সাইফ উল্ল্যাহ মনসুর প্রমুখ। এছাড়াও এনজিও এন্ড সেইফ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, কো-চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, বিজিএমইএ’র সদস্যবৃন্দ ও বিভিন্ন গার্মেন্টস্ প্রতিষ্ঠানের গরফ-খবাবষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জে.এম.এস. গ্রুপের এক্সিকিউটি অফিসার  সায়েরা খাতুন ও এশিয়ান গ্রুপের এক্সিকিউটিভ অফিসার  সৈয়দ জিয়াউল ইসলাম।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট