চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশের ক্ষতি: ৯ প্রতিষ্ঠানকে সোয়া ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২০ | ৯:০৪ অপরাহ্ণ

পরিবেশের ছাড়পত্র বিহীন ও শর্তভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৯ প্রতিষ্ঠানকে  ৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে এসব জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

তিনি জানান, ছাড়পত্র নবায়নবিহীন সীতাকুণ্ডের কেএসএ স্টিলকে (শিপইয়ার্ড) ২ লাখ টাকা ও ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সীমা স্টিল মিলসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পৃথক শুনানি শেষে শর্তভঙ্গের দায়ে সীতাকুণ্ডের সীমা অটোমেটিক রি-রোলিং মিলসকে ২০ হাজার টাকা, নোয়াখালী বেগমগঞ্জের গ্লোব ফিসারিজকে ৫০ হাজার টাকা, রাউজানের গাউছিয়া অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, কুমিল্লা সদরের ক্যালিক্স ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, কক্সবাজার রামুর জেড এমএল ব্রিকসকে ১০ হাজার টাকা, পুকুর ভরাটের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউনাইটেড সেনেটারিকে ১০ হাজার টাকা ও ছাড়পত্র নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামের শাহরাস্তির আল মদিনা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট