চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল আমদানি নিষিদ্ধ সিগারেট

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল আমদানি নিষিদ্ধ সিগারেট

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২১ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। ওই যাত্রীর নাম শফিকুল হক। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানায়, নভেল করোনাভাইরাসের প্রভাব কমে আসায় ক্রমে স্বাভাবিক হচ্ছে বিমানবন্দরের কার্যক্রম। তাই বিমানবন্দর কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরাচালান, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থানে রয়েছে। সেই ধারাবাহিকতায় বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা যৌথভাবে শফিকুল হক নামে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে সিগারেটগুলো জব্দ করেন। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ২ হাজার টাকা।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা আকতার বলেন, বিমানবন্দরের ভেতর শফিকুল হককে চ্যালেঞ্জ করে তার ব্যাগেজ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। পরে সেগুলো কাস্টম হাউসের নিলাম শাখায় পাঠিয়ে দেয়া হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট