চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার জব্দ, জরিমানা

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

তানভীর আহমেদ চৌধুরী বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি সাঙ্গু নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। অভিযানে কোস্টগার্ডের সাঙ্গু ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও শেখ জুবায়ের আহমদ বলেন, এর আগেও সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সতর্ক করে বালু উত্তোলনের যন্ত্রপাতিও নষ্ট করে ফেলা হয়েছিল। আদেশ অমান্য করে ফের সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করার দায়ে বেলাল মাঝি নামের একজনকে জরিমানাসহ ড্রেজার জব্দ করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট