চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভূমধ্যসাগরে ডুবল বাংলাদেশিসহ অভিবাসীদের নৌকা

বঙ্গোপসাগরে ক্লিংকার নিয়ে ডুবল লাইটার জাহাজ, উদ্ধার ১৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লাইটার জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৫০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে ‘টিটু-১৯’ নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। বিরূপ আবহাওয়ার মধ্যে সাগর উত্তাল থাকায় ভাসান চরের তিন নটিক্যাল মাইল আগে সাগরে জাহাজটির তলা ফেটে গিয়ে ধীরে ধীরে পানি ঢুকে এটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। 
বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা আরও জানান, জাহাজটিতে আনুমানিক ১ হাজার ৩০০ টন ক্লিংকার রয়েছে বলে জানা গেছে। ক্লিংকারবোঝাই লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ায় সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে নোটিশ দেয়া হচ্ছে।
পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট